গত ২৯শে নভেম্বর বিধাননগরের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে এই বছরের সবলা মেলা। চলবে ৮ই ডিসেম্বর পর্যন্ত। এই মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী ও কুটির শিল্পীদের নিজেদের তৈরী সামগ্রী প্রদর্শন ও বিক্রীর সুযোগ করে দেওয়া হয়।
রাজ্য স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগার দপ্তর আয়োজিত বার্ষিক সবলা মেলায় নতুন চমক। এবছর এই মেলায় সুযোগ মিলবে কর্মরত শিল্পীদের দেখার। মেলাতে একটি নির্দিষ্ট হাব তৈরি করা হয়েছে যেখানে শিল্পীরা বসে নিজেদের দ্রব্য তৈরী করবেন।
জানা গেছে এই প্রথম মেলাতে এইরকম একটি হাব থাকছে। মেলায় স্টলগুলিতে যে সব দ্রব্য পাওয়া যাবে সেই সবই প্রদর্শন করা হবে এই হাবে। ক্রেতারা সরাসরি ওখান থেকে কিনতে পারবেন পছন্দের সামগ্রী। এবছরের মেলায় ৩০০ দোকান আছে। সঙ্গে থাকছে দুটি হাট।
Be the first to comment