হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সংসদের দুই কক্ষ ৷ রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন কড়া ভাষায় ঘটনার নিন্দা করেন ৷ বলেন, ‘‘এই সমস্ত লোকেদের জনসমক্ষে পেটানো উচিত ৷’’ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন, “যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন তাহলে বিচারের ভার সাধারণ মানুষের হাতে তুলে দিন ৷ যারা নিরাপত্তা দিতে ব্যর্থ ও যারা দোষী তাদের সবাইকে জনসমক্ষে আনা হোক ৷ মানুষ শেষ কথা বলবে ৷” জয়া বচ্চনের বক্তব্যকে সমর্থন করেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি ৷ তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, “জয়া বচ্চনের সঙ্গে আমি একমত ৷ দোষীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক ৷”
হায়দরাবাদ পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের লোকসভায় প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি বলেন, ‘‘ এই ঘটনা গোটা দেশের লজ্জা, এটা সবাইকে আঘাত দিয়েছে ৷ দোষীদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত৷’’
লোকসভায় নালগোণ্ডার কংগ্রেস সাংসদ ইউকেএন রেড্ডি বলেন, ‘‘হাই সিকিউরিটি এলাকায় এক মহিলা চিকিৎসককে অপহরণ করে গণধর্ষণের পর খুন করা হল ৷ এটা লাগামহীন মদ বিক্রির ফল ৷ এর দ্রুত বিচার করে দোষীদের ফাঁসি দেওয়ার আবেদন করছি ৷ ’’
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘ওই যুবতির সন্ধানে তাঁর অভিভাবককে থানায় ছুটে যেতে হয়েছিল ৷ অথচ স্থানীয় প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রী অসংবেদনশীল মন্তব্য দেন ৷ সংসদের উচিত বিষয়টি গভীরভাবে বিবেচনা করা এবং কেন্দ্র সরকারের উচিত আইন এনে ধর্ষণের জন্য শুধুমাত্র মৃত্যুদণ্ডের শাস্তি নির্ধারণ করা ৷’’
AIADMK-র রাজ্যসভার সাংসদ ভিজিলা সাথ্যানন্ত বলেন, ‘‘ দেশ শিশু আর মহিলাদের জন্য সুরক্ষিত নয় ৷ ওই ৪ জনকে ৩১ ডিসেম্বরের আগে ফাঁসি দেওয়া উচিত ৷’’
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অ্যামি ইয়াজনিকের প্রতিক্রিয়া, ‘‘আমার অনুরোধ, সিস্টেম, বিচার ব্যবস্থা ও আইন বিভাগকে একত্রিত হয়ে সমাজে পরিবর্তন আনতে হবে ৷’’
পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ‘‘ দেশে যে ঘটনা ঘটছে তাতে সংসদও চিন্তায় আছে ৷’’
হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে ৷
Be the first to comment