সালানপুরে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ৮ শ্রমিক

Spread the love

সালানপুরে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ আট শ্রমিক। আজ সকালে ঘটনাটি ঘটে আসানসোলের সালানপুর থানার পিঠাইকেয়ারি অঞ্চলে। ওই শ্রমিকদের আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়।

সালানপুরে বৃন্দাবনি অঞ্চলে একটি পাওয়ার গ্রিড কম্পানিতে লোহা কাটার কাজ করতেন কয়েকজন অস্থায়ী শ্রমিক। তাঁরা একটি ঠিকা সংস্থার হয়ে কাজ করতেন। পিঠাইকেয়ারি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। আজ সকালে ওই বাড়িতেই সিলিন্ডার ফেটে জখম হন ৮ জন ।

প্রত্যক্ষদর্শী এক শ্রমিক বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, “আমি রান্নার জন্য জল আনতে গিয়েছিলাম । আমাদেরই এক সহকর্মী গ্যাস জ্বালাতে যায় রান্নার জন্য । তখনই বিস্ফোরণ হয় । দরজা খুলে দেখি সবাই পুড়ে গেছে ।” আর এক কর্মী সঞ্জয় ঘোষাল জানান, গতরাতে রান্না করা হয়েছিল । অনুমান করা হচ্ছে, গ্যাসের সুইচ বা নব আলগা ছিল । তা থেকেই গ্যাস বেরিয়ে বিস্ফোরণ ৷”

আহতদের প্রথমে সালানপুরের পিঠাইকেয়ারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*