“দোষী হলে ওকেও পুড়িয়ে মারা হোক”, বললেন হায়দরাবাদ গণধর্ষণ খুনে অভিযুক্তের মা

Spread the love

হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন অনেকেই ৷ চার অভিযুক্তের মধ্যে দুজনের মা-বাবাও চাইছেন, অপরাধ করলে তাঁদের সন্তানদেরও শাস্তি হোক ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত খবর অনুযায়ী, অভিযুক্ত চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুর মা জয়াম্মা ও অভিযুক্ত আরিফের বাবা হোসেন চাইছেন, দোষী প্রমাণিত হলে তাঁদের সন্তানদেরও যেন উপযুক্ত সাজা হয় ৷

গত বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদের সাতাশ বছরের পশু চিকিৎসক ৷ পরদিন সকালে শাদনগর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি আন্ডার পাসের নিচ থেকে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে৷ এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ৷

অভিযুক্ত চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুর মা জয়াম্মা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘যদি আমার ছেলে অপরাধ করে থাকে, তাহলে তাকেও পুড়িয়ে মারা হোক ৷ আমার ছেলে আমার কাছে কিছুই নয় ৷ যেটা অপরাধ সেটা অপরাধ ৷ ’’ তিনি আরও বলেন , ‘‘নির্যাতিতার মাও একজন কন্যাকে জন্ম দিয়েছিলেন, এখন তিনি কী মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা বুঝতে পারছি ৷’’

জয়াম্মা জানান, ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আরিফ মঙ্গলবার তাঁর ছেলে চেন্নাকেশাভুলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৷ বুধবার চেন্নাকেশাভুলুর বাড়ি ফেরার কথা থাকলেও সে ফেরেনি ৷ এরপরই তাঁর সংযোজন, ‘‘আমরা বিশ্বাস করি না চেন্নাকেশাভুলু এই অপরাধ করেছে ৷ কিন্তু যদি সে অপরাধ করে থাকে তাহলে তাকেও শাস্তি দেওয়া হোক ৷’’

জয়াম্মা জানান, ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আরিফ মঙ্গলবার তাঁর ছেলে চেন্নাকেশাভুলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৷ বুধবার চেন্নাকেশাভুলুর বাড়ি ফেরার কথা থাকলেও সে ফেরেনি ৷ এরপরই তাঁর সংযোজন, ‘‘আমরা বিশ্বাস করি না চেন্নাকেশাভুলু এই অপরাধ করেছে ৷ কিন্তু যদি সে অপরাধ করে থাকে তাহলে তাকেও শাস্তি দেওয়া হোক ৷’’

একই মত মূল অভিযুক্ত মহম্মদ আরিফের বাবা হোসেনের ৷ তাঁর মতে, আরিফের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত ৷ ধর্ষণের ঘটনার প্রতিবাদে হায়দরাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে ৷ দোষীদের মৃত্যুদণ্ডের দাবি তোলা হচ্ছে ৷ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অনেক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা ৷ দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তার আশ্বাসও দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*