ঝাড়খণ্ডের ইস্ট সিংভুম জেলার বাহারগোড়ায় জনসভা করে অমিত শাহ বলেন, “ঝাড়খণ্ড এবং সারা দেশ থেকেই কি অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানো উচিত নয়?” তারপরে রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, “কিন্তু রাহুল বাবা বলছেন, জাতীয় নাগরিকপঞ্জি তৈরির দরকার নেই। তাহলে অনুপ্রবেশকারীরা কোথায় যাবে? কী খাবে?” এদিন রাহুল গান্ধীও ঝাড়খণ্ডে সভা করেন। অমিত শাহ বলেন, “রাহুল যা বলতে চান, তাঁকে বলতে দিন। আমি আপনাদের জানাতে এসেছি, ২০২৪ সালের মধ্যে আমরা প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়াব।”
অমিত শাহ বলেন, “সরকারের উন্নয়নমূলক কাজকর্মের তালিকা অনেক দীর্ঘ।” এরপর জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার কথা বলেন এবং অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের কথাও উল্লেখ করেন তিনি।
Be the first to comment