আজ সংসদের উভয় কক্ষে নারীদের বিরুদ্ধে অপরাধের ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় অংশ নিয়ে উভয় কক্ষে তৃণমূল সাংসদরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই নিয়ে সুখেন্দু শেখর রায় বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনও মহিলা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সৌগত রায় বলেন, এই ঘটনায় শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের মধ্যে ক্ষোভ জাগরিত হয়েছে, তাই সংসদের উচিত এই ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা। তিনি আরও বলেন যে, অবিলম্বে ধর্ষণকে কেবল মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করতে একটি আইন আনা উচিত কেন্দ্রীয় সরকারের।
Be the first to comment