মাঝরাতে প্লাসটিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

Spread the love

ফের অগ্নিকান্ড রাতের শহরে ৷ ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানার পশ্চিম চৌবাগায় ৷ মাঝ রাতে একটি প্লাসটিক কারখানায় আগুন লাগে ৷ দমকলের ৫টি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

রাতে হঠাৎ এই প্লাসটিক কারখানা থেকে ধোয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ সেই সময় ওই কারখানায় বেশ কয়েকজন ছিলেন বলে জানা গিয়েছে ৷ ধোয়া দেখে তারা বাইরে বেড়িয়ে আসেন ৷ খবর দেওয়া হয় দমকল এ পুলিশকে৷ প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান ৷

দমকল সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ পশ্চিম চৌবাগার পঞ্চান্নগ্রামে একটি প্লাসটিক কারখানায় আগুন লাগে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন৷ লালবাজার জানিয়েছে, রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল৷ এছাড়া সেখানে গিয়েছে আনন্দপুর থানার পুলিশ৷ হতাহতের কোনও খবর না থাকলেও, প্লাসটিক কারখানাটি আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি৷ জানা যায়নি আগুন লাগার কারণও৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকা দিয়ে হাই টেনশন বিদ্যুৎ এর তার গিয়েছে৷ সেখান থেকেই কোনও ভাবে সর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে৷ যদিও তাদের এই সর্ট সার্কিট এর অভিযোগ খারিজ করেছে দমকল৷ তবে কিভাবে আগুন লেগেছে,তা ক্ষতিয়ে দেখছে দমকল ও পুলিশ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*