তাপমাত্রার পারদ ১৬ ডিগ্রিতে নামল কলকাতায় ৷ আজ মরশুমের শীতলতম দিন ৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে ৷ তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে ৷
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন তাপমাত্রার পারদ নামবে ৷ তবে, তা স্থায়ী হবে না ৷ তিনদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়বে ৷ আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷
কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে । গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
Be the first to comment