পিঁয়াজের দাম আকাশছোঁয়া । পিঁয়াজ কিনতে গিয়ে সাধারণ মানুষের হেঁশেলে টান পড়ছে । পিঁয়াজের এই অগ্নিমূল্যের প্রতিবাদে আজ সংসদের সামনে অভিনব প্রতিবাদে সামিল হলেন আম আদমি পার্টির সাংসদ সজ্ঞয় সিং ও সুশীল গুপ্তা । সংসদ ভবনের সামনে গলায় পিঁয়াজের মালা পড়ে এই দুই সাংসদ প্রতিবাদে সরব হন ।
সাংসদ সজ্ঞয় সিং বলেন , ” ৩২ হাজার টন পিঁয়াজ পচে নষ্ট হচ্ছে । অথচ কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। পিঁয়াজকে পচে নষ্ট হতে দেওয়া হচ্ছে অথচ তা কম মূল্যে বিক্রি করা হচ্ছে না কেন তা কেন্দ্রকে জবাব দিতে হবে ।”
২৯ নভেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত । পিঁয়াজের এই অগ্নিমূল্যের প্রতিবাদে আজ সংসদের সামনে অভিনব প্রতিবাদে সামিল হলেন আম আদমি পার্টির দুই সাংসদ । বিষয়টি নিয়ে সংসদেও তাঁরা সরব হবেন বলে জনিয়েছেন ৷
Be the first to comment