রাজ্যসভায় পাশ হল SPG সংশোধনী বিল, ২০১৯৷ সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহে আজ রাজ্যসভায় SPG বিল নিয়ে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ SPG আইন সংক্রান্ত এটি পঞ্চম সংশোধনী ৷ নতুন সংশোধনী বিলের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করল কংগ্রেস ৷
গান্ধি পরিবারের সঙ্গে SPG সংশোধনী বিল, ২০১৯ এর কোনও যোগাযোগ নেই ৷ আজকের রাজ্যসভার অধিবেশন কক্ষ থেকে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে পরিবারকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, SPG আইনের আগের চারটি সংশোধনী নিশ্চিত ভাবে কোনও একটি পরিবারের কথা মাথায় রেখেই আনা হয়েছিল ৷
কংগ্রেসের পাশাপাশি SPG সংশোধনী বিল, ২০১৯ নিয়ে অধিবেশন কক্ষে সরব হয় বামেরাও ৷ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই নতুন এই সংশোধনী আনা হয়েছে ৷ এমনই অভিযোগ তোলে বামেরা ৷ এরই উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ” রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কথা বলার কোনও অধিকার CPI(M)-এর নেই ৷ এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেরালায় ১২০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে ৷ ” একইসঙ্গে তিনি গান্ধি পরিবারকে আক্রমণ করে বলেন, মনমোহন সিং এবং অন্যান্য ‘অ-গান্ধি’ নেতাদের উপর থেকে যখন SPG নিরাপত্তা বলয় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেসময়ে কোনও আলোচনা হয়নি ৷ SPG নিরাপত্তা বলয় শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্যই ৷”
তিনি গান্ধি পরিবারকে নিশানায় আরও বলেন, ” আমি বুঝতে পারছি না SPG নিয়ে কেন এরকম ঘোরের মধ্য থাকা হচ্ছে ৷ নিরাপত্তা কোনও সামাজিক স্ট্যাটাস নয় ৷ তাহলে কেন বার বার SPG নিরাপত্তা চাওয়া হচ্ছে? আর শুধুমাত্র গান্ধি পরিবারের নিরাপত্তা নিয়েই কেন আলোচনা করা হচ্ছে? গান্ধি পরিবার সহ দেশের বাকি ১৩০ কোটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের ৷”
Be the first to comment