“ছাত্রছাত্রীরা ক্লাসে বসে থাকছে আর শিক্ষকরা রাস্তায় থাকছেন । রাস্তায় বসে বলছেন কোর্টে যাব । কোর্টে গেলে যাবেন । আমার কিছু তো করার নেই ৷” আজ পার্শ্বশিক্ষকদের উদ্দেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
পার্শ্বশিক্ষকদের আন্দোলন অব্যাহত । তাঁদের অনশন আজ ২০ দিনে পড়ল । ইতিমধ্যেই অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক । অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । যত দিন যাচ্ছে অনশন মঞ্চে বেড়ে চলেছে অসুস্থতার সংখ্যা । পার্শ্বশিক্ষকদের আন্দোলন গড়িয়েছে সংসদ পর্যন্ত । কিন্তু এখনও রাজ্য সরকারের তরফে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি ৷ স্কুলে অনুপস্থিত থেকে লাগাতার আন্দোলনকে ভালোভাবে নিচ্ছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী।
আজ এ প্রসঙ্গে বিধানসভার প্রবেশদ্বারের বাইরে পার্থবাবু বলেন, “ছাত্ররা ক্লাসে বসে । আর শিক্ষকরা রাস্তায় । সরকারি চাকরি করছেন অথচ ক্লাসে অনুপস্থিত থাকছেন । আমার জানার অধিকার রয়েছে কেন অনুপস্থিত থাকছেন । ” তিনি আরও বলেন, “কয়েকহাজার পার্শ্বশিক্ষক রয়েছেন ৷ প্রায় ৫০ জন ওখানে বসে আছেন ৷ আর সবাই হয়ত এই কারণ দেখিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ৷ সেটাও তো আমাকে জানতে হবে ৷ “
Be the first to comment