নেমেও ফের চড়ছে শহরের পারদ, জেলায় ভালো শীতের সম্ভাবনা

Spread the love

কলকাতায় দিনভর শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে মেঘলা আকাশ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওড়া, দমদম এই সমস্ত অঞ্চলে যখন আগামী দিন দুয়েকে তাপমাত্রা অনেকটা নামতে পারে বলে মনে করা হচ্ছে তখন কলকাতার তাপমাত্রা আটকে থাকবে সেই ১৭ ডিগ্রির আশেপাশে। তার নীচে নামার পূর্বাভাস নেই হাওয়া অফিসের কাছে।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তারপর ফের চড়বে পারদ। তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। এই পরিস্থিতি আগামী ১০ তারিখ পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

মঙ্গলবার শহরের পারদ এক ধাক্কায় ১৯ থেকে ১৬তে নামতেই শহরের মানুষ আশায় বুক বেঁধেছিল। অনেকেই ভেবেছিলেন এইবার জাঁকিয়ে শীত পড়বে। সে সব হয়নি। সকালের দিক থেকে শুরু করে বেলা পর্যন্ত মোটামুটি ঠাণ্ডা ভাব থাকছে। যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে নেমে ২৭ ডিগ্রি হয়েছে তাই শীতের হালকা ভাব এতটা সময় পর্যন্ত থাকছে বলে মনে করছে আবহাওয়াবিদরা।

অপরদিকে দমদম অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। হাওড়া ও তার সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন ১৫তে নামতে পারে আগামী কয়েকদিনে। সবমিলিয়ে শহরের শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কুয়াশা এবং হালকা মেঘ। তা কতদিনে পরিবর্তন হয় সেটা দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*