ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু ব্যারাকপুরে

Spread the love

উত্তর ২৪ পরগনায় আরও একজনের মৃত্যু হল ডেঙ্গিতে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষচন্দ্র সমাদ্দারের (৬০) মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। দিন দশ-বারো তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়, পরে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

জেলায় ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি হাবড়া, অশোকনগর, বাদুড়িয়া ও জগদ্দলে।

ডেঙ্গি মোকাবিলার জন্য রাজ্য সরকারের তরফে উত্তর ২৪ পরগনা জেলাকে ৪৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে। মূলত রক্তপরীক্ষা করানোর জন্যই এই টাকা দেওয়া হয়েছে।

জ্বর নিয়ে টিকিৎসকের কাছে গেলে তাঁরা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওযুধ না দিয়ে অনেক সময়ই অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। তাতেই রোগীর সমস্যা হচ্ছে এবং নিরাময়ের বদলে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। এ নিয়ে বিভিন্ন প্রচারমাধ্যমে সচেতন করা হলেও অনেকেই এখনও উদাসীন। তাই কয়েকদিন ধরে জ্বরের উপশম না হলে রোগীকে যখন হাসপাতালে ভর্তি করা হচ্ছে তখন সমস্যা হচ্ছে নিরাময়ের ক্ষেত্রে।

ডেঙ্গিতে মৃত্যু নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষজন বেশ আতঙ্কে। বিভিন্ন সরকারি দফতর থেকে রাজ্যের সচিবালয়ে যে রিপোর্ট পাঠানো হচ্ছে, তা ঠিক নয় বলেও বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। ঠিক রিপোর্ট শীর্ষস্তরে গেলে কেন মুখ্যমন্ত্রীর কাছে মাত্র ২৭ জনের মৃত্যুর খবর গেছে, তা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগে, যদিও প্রকাশ্যে কেউ এ নিয়ে মুখ খুলতে রাজি নন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*