কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেনজির ঘটনা। বিশ্ববিদ্যালয়ে হাজির রাজ্যপাল, এদিকে অনুপস্থিত খোদ উপাচার্য। গরহাজির অন্য আধিকারিকরাও। তাতে প্রবল ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ বলেন, ‘উপাচার্য দায়িত্বপালন করুন ৷ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন না ৷’
এদিন অর্থাৎ বুধবার বিশ্ববিদ্যালয়ে সেনেট বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক বাতিলের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা সত্ত্বেও ফাঁকা বিশ্ববিদ্যালয়তেই যান রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থার জন্যেও রাজ্য সরকারকেই দায়ী করেছেন ধনখড় ৷ তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে নীতিপঙ্গুত্ব চলছে ৷ এই পরিস্থিতি বদলের চেষ্টা করছি ৷ সবরকম চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে ৷ সেই ব্যর্থতার জন্যই দায়ী রাজ্য ৷’
মঙ্গলবার বিকেলে বৈঠক নিয়ে বৈঠকে বসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ আধিকারিকদের নিয়ে। সেই বৈঠকেই বুধবারের সেনেট বৈঠক স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
Be the first to comment