সুদানে এলপিজি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২৩ জনের মধ্যে ১৮ জনই ভারতীয়৷ ১৩০ জন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা৷ সুদানে ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ ছিলেন ১৮ জন ভারতীয়৷ প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বিস্ফোরণে৷
রাজধানী খার্টুমের বাহরিতে সিলা সেরামিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয় মঙ্গলবার৷ সুদানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, এখনও পর্যন্ত ১৮ জন ভারতীয়ের মৃত্যুর খবর নিশ্চিত৷ মৃতদের মধ্যে আরও ভারতীয় রয়েছেন কিনা, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে৷ অনেকেরই পরিচয় জানা যাচ্ছে না৷ কারণ, বিস্ফোরণে দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ কারও দেহ এতটাই পুড়ে গিয়েছে যে, কিছুই বোঝা যাচ্ছে না৷
কারখানার কর্মী উইলিয়ামের কথায়, ‘কী হয়েছিল বুঝতে পারছি না। হঠাত্ বিস্ফোরণের শব্দ শুনে ছুটতে শুরু করলাম। তবু আমার পায়ে আঘাত লেগেছে।’
এখনও পর্যন্ত খবর, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক৷ ৩৪ জন ভারতীয় বেঁচে গিয়েছেন৷ তাঁদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে৷
Be the first to comment