অংশুমান চক্রবর্তী
বুধবার কলকাতার নজরুল মঞ্চে বাংলা সংগীত মেলা ২০১৯-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, পূর্ণচন্দ্র দাস বাউল, হৈমন্তী শুক্লা, কবীর সুমন, অজয় চক্রবর্তী, রসিদ খান, প্রতুল মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, শিবাজী চট্টোপাধ্যায়, সৌমিত্র রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, সচিব বিবেক কুমার প্রমুখ।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সংগীত মহাসম্মান প্রদান করা হয় ঊষা উত্থুপ, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, জিৎ গঙ্গোপাধ্যায়কে। সংগীত মহা সম্মান পেলেন কৌশিকী চক্রবর্তী, গৌতম ঘোষ, পরীক্ষিত বালা, জয়া বিশ্বাস। সংগীত সম্মান তুলে দেওয়া হয় শ্রীকুমার চট্টোপাধ্যায়, দীপঙ্কর চট্টোপাধ্যায়, রঞ্জন প্রসাদ, সোমলতা আচার্য চৌধুরী প্রমুখ শিল্পীদের হাতে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। ১২ ডিসেম্বর পর্যন্ত কলকাতার রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ, একতারা মঞ্চ, দেশপ্রিয় পার্ক সহ বিভিন্ন মঞ্চে ও পাড়ায় পাড়ায় আয়োজিত হবে বাংলা সংগীত মেলা ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব-এর অনুষ্ঠান। প্রবীণ শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করবেন নবীন শিল্পীরা।
দেখুন ছবি!
Be the first to comment