বৃহস্পতিবার চলতি মরশুমের শীতলতম দিন। ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল কলকাতার পারদ। দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৫..৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে আবহওয়া দপ্তর সূত্রে খবর, এই শীতের আমেজ বেশিদিন থাকবে না। আগামী ২৪ ঘণ্টা শীতের আমেজ থাকলেও সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়তে পারে। শুক্র ও শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসের জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ তাপমাত্রার পারদ কমেছে। একনজরে কিছু জায়গার সর্বনিম্ন তাপমাত্রা -আসানসোল ১৩.৮, বালুরঘাট ১৬.২, বাঁকুড়া ১৫.৪, ব্যারাকপুর ১৫.১, বর্ধমান ১৫, পুরুলিয়া ১৪, পানাগড় ১৩.৮, মালদা ১৫.৮, কৃষ্ণনগর ১৬.৮, দিঘা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস ৷
একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কমেছে তাপমাত্রার পারদ ৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১৪.৯, কালিম্পং ৬.৫, কোচবিহার ১১.১, শিলিগুড়ি ১২.২ ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
Be the first to comment