রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে আপৎকালীন অভিযোগ গ্রহণ ও সাহায্যের জন্য বিশেষ অভিযোগ কেন্দ্র তৈরীর প্রস্তুতি চালাচ্ছে রাজ্য। পরিকল্পনা অনুযায়ী কলকাতা বাদ দিয়ে রাজ্যের বাকি এলাকার জন্য বিধাননগরে একটি কলসেন্টার গড়ে তোলা হচ্ছে। সেটির সঙ্গে জেলাগুলির সরাসরি যোগাযোগ থাকবে।
বিপদে পড়ে কেউ জেলার যে কোনো প্রান্ত থেকে কলসেন্টারে সাহায্য চাইতে, অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট এলাকার পুলিশ-প্রশাসনকে তা জানিয়ে দেওয়া হবে। ঘটনাস্থলের সব চেয়ে কাছে থাকা পুলিশ বা তাদের ভ্রাম্যমাণ গাড়ি আক্রান্তকে সাহায্য করবে। জিপিএস প্রযুক্তিতে বিষয়টি যুক্ত থাকায় খবর পাওয়ার কতক্ষণের মধ্যে পুলিশ অকুস্থলে পৌঁছেচ্ছে, পুলিশকর্তারা তা জানতে পারবেন। এই কলসেন্টারের জন্য পৃথক টোল-ফ্রি নম্বর থাকবে
Be the first to comment