ফের বিধানসভায় গেলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার বিধানসভায় গিয়ে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। রাজভবন সূত্রে খবর এমনই। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের চাপানউতোর বর্তমান। বৃহস্পতিবার বিধানসভা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল ৷ কিন্তু গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভার ভিতরে ঢুকতে পারেননি।
শুধু নির্ধারিত গেট নয়, বন্ধ ছিল অন্য গেটগুলিও। এই পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিম্নমুখী বলে কটাক্ষ করেন। পরে হেঁটে বিধানসভার ভিতরে ঢোকেন তিনি। কিন্তু স্বাগত জানানোর জন্য অধ্যক্ষ, মার্শাল কেউই উপস্থিত ছিলেন না। এমন কী, রাজ্যপাল-রাজভবনের জন্য নির্দিষ্ট চিত্রগ্রাহককেও প্রথমে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
অন্যদিকে, এক অনুষ্ঠান মঞ্চ থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের কাজে হস্তক্ষেপ করছে বলে সরব হন তিনি। মমতার দাবি, রাজ্যে একটা সমান্তরাল সরকার চলছে। মহারাষ্ট্রের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। বলেন, লড়াই চলুক। দেখি কী হয়।
আজ সকাল ৯টা ৫০ মিনিটে রাজ্যপাল তাঁর স্ত্রীকে নিয়ে বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এদিকে বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। এই অবস্থায় আজ ফের রাজ্যপালের বিধানসভায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিধায়করা।
Be the first to comment