পার্শ্ব শিক্ষকদের অনশন ইস্যুতে উত্তাল বিধানসভা

Spread the love

পার্শ্ব শিক্ষকদের অনশন ইস্যুতে শুক্রবার বিধানসভায় বাম ও কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখালেন। সরকার পার্শ্ব শিক্ষকদের মৃত্যু চাইছে বলে অভিযোগ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আজ ২২ দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন অবস্থান। এই বিষয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বাম এবং কংগ্রেস বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়ায় উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ।

দীর্ঘক্ষণ অধ্যক্ষকে ঘিরে চলে বিক্ষোভ। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশানা করে কাগজ ছুঁড়তে থাকেন। এরপর বাম এবং কংগ্রেস বিধায়করা ওয়েল থেকে বেরিয়ে লবিতে এসে বিক্ষোভ দেখান। বিধানসভার কার্যবিবরণী কাগজ পুড়িয়ে দেন তাঁরা। বি আর আম্বেদকরের মূর্তির সামনে এসে শোক দিবসের নীরবতা পালন করলেন বাম এবং কংগ্রেস বিধায়করা।

কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী এবং বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, সংবিধানের মৃত্যু দিন পালন করছে সরকার। ২২ দিন ধরে অনশন অবস্থান করছেন শিক্ষক-শিক্ষিকারা। সরকার তাঁদের মৃত্যু চাইছে। বিধানসভা খেয়াল খুশি মতো চলছে। নির্দিষ্ট কোনও কর্মসূচি নেই বিধানসভায় ৷ RSP বিধায়ক বিশ্বনাথ চৌধুরি জানান, দীর্ঘদিনের বিধায়ক হিসেবে এমন অভিজ্ঞতা কোনওদিন হয়নি। দিশাহীন বিধানসভা চলছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*