৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে দল ৷ হারের আশঙ্কা ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। চুরাশি মিনিটে লাল-হলুদের ‘রক্ষাকর্তা’ হলেন জুয়ান মেরে গঞ্জালেস। স্প্যানিশ মিডিয়োর গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল এবং লুধিয়ানায় মান বাঁচল লাল-হলুদের। পঞ্জাব FC-র বিরুদ্ধে ড্র করলেন আলেয়ান্দ্রোর ছেলেরা। ম্যাচের ফল ১-১।
১৩ মিনিটের মাথায় ড্যানিলো কুইপাপার গোলে এগিয়ে যায় পঞ্জাব FC । ৮৪ মিনিটে গোল শোধ করেন ইস্টবেঙ্গলের জুয়ান মেরে গঞ্জালেস। ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ড্র করার পর লুধিয়ানায় পঞ্জাব FC-র বিরুদ্ধেও ড্র। তবে যে ঝক্কি সামলে দল অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরছে তাতে খুশি লাল হলুদ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ গার্সিয়া।
ভোররাতে লুধিয়ানায় পৌঁছে দুপুর দুটোয় আই লিগের ম্যাচ খেলার ঝক্কি নেওয়ার যে ক্ষমতা ফুটবলাররা দেখিয়েছেন তার প্রশংসা করলেন ইস্টবেঙ্গল কোচ। প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের প্রমাণ করার তাগিদেই এই ড্র সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। কোচের বিশ্লেষণ, ফুটবলারদের পিঠ চাপড়ানোর মধ্যে কোনও অন্যায় নেই। তাঁর কথায়,
পথের ক্লান্তি সরিয়ে ইস্টবেঙ্গল শুধু খেলেনি, উলটে আওয়ে ম্যাচ থেকে একটা পয়েন্ট নিয়ে এসেছে।
রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে যে দল নামিয়েছিলেন সেই দলের একাদশে মনোজ মহম্মদের বদলে সামাদ আলি মল্লিকের অর্ন্তভুক্ত হওয়া ছাড়া কোনও পরিবর্তন নেই। ১৩ মিনিটে সঞ্জু প্রধানের ফ্রিকি থেকে ড্যানিলো কুইপাপার গোল। এসময় কাশিম আইদারা সতর্ক থাকলে ড্যানিলো কুইপাপা বিনা বাধায় গোল করতে পারতেন না। পিছিয়ে পড়ার ধাক্কায় ভেঙে পড়ার বদলে সময় যত এগিয়েছে ইউলিটি ফুটবলে ভর দিয়ে ম্যাচ বের করার উপর জোর দিয়েছে আলেয়ান্দ্রোর ছেলেরা। চুরাশি মিনিটে সমতাসূচক গোল জুয়ান মেরে গঞ্জালেসের। বাঁ পায়ের উইঙ্গার এবারের ইস্টবেঙ্গলের সেরা রিক্রুট। দলের আক্রমণের নিয়ন্ত্রক তিনি। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে গোল করিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। আজ ভালো খেলার পাশাপাশি গোল করে দলের লজ্জা বাঁচালেন।
জুয়ান মেরে গঞ্জালেসের পাশে মানানসই কোলাডো। কিন্তু স্ট্রাইকার মার্কোস যেন যত সময় গড়াচ্ছে ততই বিবর্ণ হচ্ছেন। আজও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেন।
লুধিয়ানা থেকে এবার ইস্টবেঙ্গলের গন্তব্য গুয়াহাটি। ১০ ডিসেম্বর সেখানে নেরোকার বিরুদ্ধে খেলা। কোয়েস কর্তাদের আয়োজনের ত্রুটি নিয়ে লাল-হলুদ ফুটবলাররা ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন।
Be the first to comment