হায়দরাবাদ গণধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর খবর সামনে আসতেই হায়দরাবাদ পুলিশের প্রশংসা করে টুইট করেন বিএসপি নেত্রী মায়াবতী। টুইটার বার্তায় উত্তরপ্রদেশ পুলিশকে কটাক্ষও করেন। তিনি লেখেন, “উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশের হায়দরাবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া উচিত।” মায়াবতীর এই কটাক্ষের জবাবে পালটা টুইট করল উত্তরপ্রদেশ পুলিশ। তাদের তরফে জানানো হল, গত দুই বছরে ১০৩ জন অপরাধী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।
পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চার অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। এই খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ অনেকেই হায়দরাবাদ পুলিশের প্রশংসা করেন ৷ তবে একাংশের সমালোচনার মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে ৷ তবে হায়দরাবাদ পুলিশকে বাহবা দেন মায়াবতী। হায়দরাবাদ পুলিশের উদাহরণ টেনে উত্তরপ্রদেশ পুলিশকে কটাক্ষ করেন ৷ টুইটারে লেখেন , “উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বাড়ছে । কিন্তু রাজ্য সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই । বিজেপি সরকার ঘুমাচ্ছে ৷ এখানকার ও দিল্লি পুলিশের উচিত হায়দরবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া ।”
মায়াবতীর টুইটের কয়েক ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশ পুলিশের তরফেও একটি টুইট করা হয়। সেই বার্তায় মায়াবতীকে উত্তর দেওয়া হয় ৷ উত্তরপ্রদেশ পুলিশের সেই টুইট অনুযায়ী, গত দু’বছরে ৫১৭৮ টি পুলিশি সংঘর্ষে ১৮৫৯ জন জখম হয়েছে ও ১০৩ জন অপরাধী নিহত হয়েছে । ১৭৭৪৫ জন অপরাধী আত্মসমর্পণ করেছে অথবা জামিনের আবেদন প্রত্য়াহার করে নিয়েছে।
গতকাল টুইটবার্তায় মায়াবতী উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অপরাধীদের সঙ্গে সরকারি অতিথির মতো ব্যবহারের অভিযোগও আনেন । পাশাপাশি লেখেন, “উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে ।” মায়াবতীর এই অভিযোগেরও উত্তর দেয় উত্তরপ্রদেশ পুলিশ । তাদের বার্তা, “জঙ্গলরাজ অতীত । এখন তার কোনওরকম চিহ্ন নেই ।”
উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যে অপরাধ দমনে কতটা তৎপর তা প্রমাণ করতে মরিয়া হলেও উন্নাও ধর্ষণ নিয়ে যোগী সরকারকে আক্রমণ করতে ছাড়ছে না বিরোধীরা । যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এই মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে এবং অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়া হবে।
Be the first to comment