তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি উপরে উঠলো। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই তাপমাত্রা বৃদ্ধি। নিম্নচাপের প্রভাবে উত্তর দিক থেকে ঠান্ডা হওয়া বাধা পাচ্ছে । পূর্ব দিক থেকে হাওয়া প্রবেশ করছে আমাদের রাজ্যে। বুধবার নাগাদ জম্মু-কাশ্মীরে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না। কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রভাব থাকবে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে সামান্য। জেলাগুলোতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে আগামী কয়েক দিন।
Be the first to comment