নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলো শিবসেনা। এই বিল এনে হিন্দু-মুসলিমের মধ্যে অদৃশ্য বিভাজনের চেষ্টা হচ্ছে। শুধুমাত্র হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া মানে দেশে এক ধর্মযুদ্ধের ইঙ্গিত দেওয়া। শিবসেনার মুখপত্র ‘সামনা’তে একথাই স্পষ্টভাবে বলা হয়েছে।
এবার মহারাষ্ট্রে চূড়ান্ত অসফল বিজেপি-শিবসেনা জোট। দীর্ঘ নাটকের পর NCP ও কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় আসে শিবসেনা। এই অবস্থায়, নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে মুখপত্র সামনায় বিজেপিকে আক্রমণ করলো শিবসেনা।
‘সামনা’য় বলা হয়েছে, “ভারতে এখন সমস্যার কোনও অভাব নেই। তার উপর নাগরিকত্ব সংশোধনী বিল হিসেবে আর এক নতুন সমস্যাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। মনে হয়, এই বিলের মধ্য দিয়ে হিন্দু ও মুসলমানদের অদৃশ্য বিভাজন করছে কেন্দ্রীয় সরকার।”
মুখপত্রে আরও বলা হয়েছে, “একথা সত্যি হিন্দুস্থান ছাড়া হিন্দুদের জন্য অন্য কোনও দেশ নেই। কিন্তু শরণার্থীদের মধ্যে শুধুমাত্র হিন্দুদের গ্রহণ করা বা নাগরিকত্ব দেওয়া মানে দেশে ধর্মযুদ্ধের ইঙ্গিত দেওয়া।”
Be the first to comment