পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে নাভিঃশ্বাস উঠেছে মধ্যবিত্তের। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম যখন ১৪০/১৫০ টাকা, ‘সুফল বাংলা’র স্টলে সেই পেঁয়াজই মিলছে ৫৯ টাকায়। বাজার দর এবং পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে সোমবার সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন ক্রেতা, বিক্রেতাদের সঙ্গেও।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার সবসময়ই সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। আর এদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা।
আজ নবান্ন যাওয়ার আগে যদুবাবুর বাজারে যান মুখ্যমন্ত্রী । সেখানে তিনি খুচরো বাজারে আলু, পিঁয়াজ, কাঁচা লঙ্কার দাম জিজ্ঞাসা করেন । মিলিয়ে দেখেন একটি দোকানের সঙ্গে অন্য একটি দোকানে । কোথা থেকে তাঁরা সবজি কিনছেন তা জিজ্ঞাসা করেন । জানতে চান, কোথা থেকে তাঁরা জিনিস কিনে এনে বিক্রি করছেন । উত্তর পাওয়ার পর তিনি হানা দেন পাইকারি বাজারেও । সেখানেও খুঁটিয়ে-খুঁটিয়ে দাম জানতে চান ।
পিঁয়াজের দামে চোখে জল মধ্যবিত্তের । আজ পাইকারি বাজারে সেই পিঁয়াজের দাম নিয়েও কথা বলেন তিনি । কোথা থেকে এই পেঁয়াজ আসে তা জানতে চান । জানতে পারেন পোস্তা থেকে আসে পিঁয়াজ । সূত্র জানাচ্ছে, পোস্তার পাইকারি বাজারেও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ।
দেখুন!
Be the first to comment