সোমবার দিনভর আলোচনা-বিতর্কের পর মধ্যরাতে নাগরিকত্ব বিল পাস হয়েছে লোকসভায়। ভোটাভুটির মাধ্যমে বিল পাস হয়েছে লোকসভায়। বিলের পক্ষে ভোট ৩১১, বিপক্ষে ৮০ ভোট। বুধবার বিল পেশ হবে রাজ্যসভায়। আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে ৬ ঘণ্টা।
শুরু থেকে যার বিরোধিতায় সরব হয় কংগ্রেস-তৃণমূল-বামেদের মতো বিরোধীরা। তাদের অভিযোগ, এই বিল অসাংবিধানিক। ধর্মীয় ভেদাভেদের চেষ্টা করছে বিজেপি। দিনভর বিতর্কের পর মধ্যরাতে ৩১১-৮০ ভোটে পাস হল নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার রাজ্যসভায় পেশ হবে এই বিল।
এদিন বিলের বিরোধীতা করে প্রিয়াঙ্কা গান্ধী ট্যুইটে জানান,
Be the first to comment