অল্পের জন্য প্রাণে বাঁচলেন লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ মহম্মদ সঈদের ছেলে তালহা সঈদ ৷ শনিবার লাহোরে বিস্ফোরণে একজনের মৃত্যু হয় ৷ ওই হামলায় বেঁচে যান হাফিজ পুত্র ৷ পাকিস্তানের সংবাদসংস্থা সূত্রে খবর, বেশ কয়েকজন লস্কর সমর্থক ওই ঘটনায় আহত হয়েছে ৷
জানা গিয়েছে, লাহোরের মহম্মদ আলি রোডে মসজিদ আলি-ও-মুর্তাজায় একটি ধর্মীয় সমাবেশ ছিল শনিবার ৷ একটি র্যালি চলাকালীন সেখানে বোমা বিস্ফোরণ হয় ৷ প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটেছে বলে মনে করা হলেও পরবর্তীকালে তা বোমা বিস্ফোরণ বলেই জানিয়েছে পুলিশ ৷ বিস্ফোরণে মৃত যুবকের নাম হাফিজ মাহমুদ ৷ তাঁর বয়স ২২ বছর বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় চার জন গুরুতর আহত ৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
পাকিস্তানের অভিযোগ, এই হামলার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা RAW-র হাত রয়েছে। ভারতের তরফে অবশ্য সেই অভিযোগ খারিজ করা হয়েছে ৷
Be the first to comment