বুধবার দিঘা বাণিজ্য সম্মেলেন গোটা বিশ্বের শিল্পপতিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ গোটা দেশের ব্যবসার লাইফ লাইন ৷ বলেন, ভারতের ব্যবসার লাইফলাইন বাংলা। এখানে সবরকম পরিকাঠামো রয়েছে। তাই শিল্পপতিরা চাইলে বাংলা অদূর ভবিষ্যতে শিল্পের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
আজ থেকে দিঘায় শুরু হল দু’দিনের বাণিজ্য সম্মেলন। দিঘার বাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটান, চিন, বাংলাদেশ, নেদারল্যান্ড ও পোল্যান্ড সহ মোট ১৮টি দেশের শিল্পপতিরাও এতে অংশ নেন।
এদিন বাণিজ্য প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। বিদ্যুৎ ব্যাঙ্ক রয়েছে। কাজ করার জন্য প্রশিক্ষিত যুবকও রয়েছে। ভালো পরিকাঠামো রয়েছে। তাই শিল্পপতিরা বাংলায় আসুন। ব্যবসায় লাইফলাইন বাংলাই।
বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দেশের বাড়তে থাকা অর্থনৈতিক মন্দা নিয়ে নাম না করে কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, পশ্চিমবঙ্গে ধর্ম ও সম্প্রদায়ের ভিত্তিতে বিচার হয় না। সবাই এখানে মিলেমিশে থাকে। দেশে অর্থনৈতিক মন্দা যে হারে বাড়ছে তার তুলনায় পশ্চিমবঙ্গে শিল্পের প্রসার বেশি।
দেখুন সরাসরি!
Be the first to comment