‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই’, শিবসেনার মন্তব্যে নয়া ইঙ্গিত

Spread the love

নাগরিকত্ব সংশোধনী বিল পেশের আগেই ফের একবার নয়া সমীকরণের ইঙ্গিত ৷ মাস দেড়েক আগেই দীর্ঘদিনের জোটসঙ্গী বিজেপির সঙ্গে রীতিমতো গোঁসা করে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে সরে এসেছিল শিবসেনা ৷ কিন্তু, সেদিন একটিবারের জন্য NDA জোট ছাড়ার কথা বলেনি তারা ৷ মহারাষ্ট্র নিয়ে অনেক জল গড়িয়েছে ৷ এবার, রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পালা ৷ আর তখনই সুকৌশলে পুরোনো ‘বন্ধু’-র পাশে থাকার বার্তায় যেন দিল শিবসেনা ৷ দলের মুখপাত্র সঞ্জয় রাউতের টুইট, (‘রাজনীতিতে কোনও কিছুই চিরস্থায়ী নয়’), ঘিরে রীতিমতো জল্পনা তুঙ্গে ৷

বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ ৷ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় কিন্তু তা নয় ৷ স্বাভাবিকভাবেই এখানে বিল পেশ বা পাশের ক্ষেত্রে বেগ পেতে হবে শাসক দলকে ৷ তাই আগেভাগে নতুন ছকের পরিকল্পনা নিয়েছে সরকার পক্ষ ৷ রাজধানীর খবর, গত কয়েকদিন ধরে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে কথা চালিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা ৷ শিবসেনা প্রকাশ্যে সমর্থন না করে আজ রাজ্যসভা ওয়াক আউট করতে পারে বলেই খবর ৷ তারা ওয়াক আউট করলে নিঃসন্দেহে বড় সুবিধা পাবেন অমিত শাহরা ৷

রাজ্যসভায় বিল পাশের আগে যেভাবে শিবসেনা মুখপাত্র নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দিলেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ এর আগেও বেশ কয়েকবার কেন্দ্র থেকে সরে না আসার ইঙ্গিতই মিলেছিল শিবসেনার পক্ষ থেকে ৷ দলের অনেক নেতাই স্পষ্ট করেছিলেন, রাজ্য ও কেন্দ্র দু’টি আলাদা বিষয় ৷ রাজ্যে না থাকলেও কেন্দ্রে যে তাঁরা পুরোনো সঙ্গী বিজেপির সঙ্গেই রয়েছেন, তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছিল সেনা নেতৃত্ব ৷ আজ বিল পেশের আগে ফের একবার সুকৌশলে কেন্দ্রের সঙ্গে থাকার বার্তায় দিয়ে রাখল শিবসেনা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*