রাজ্য-রাজ্যপাল তরজা অব্যাহত ৷ এবার অধ্যক্ষের চিঠি নিয়ে বাধল সংঘাত ৷ রাজ্যপালের তরফে বিধানসভার অধ্যক্ষকে পাঠানো চিঠি জনসমক্ষে কীভাবে আসে? এই প্রশ্ন তুলে রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অধ্যক্ষের কাছে চিঠি পৌঁছানোর আগেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।
রাজ্যপালের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। অধ্যক্ষকে চিঠি পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, তপশিলি জাতি ও উপজাতির বিধায়করা ক্ষুব্ধ। তাঁরা মঙ্গলবার বিধানসভায় প্রতিবাদ জানিয়েছেন। আর সেই কারণেই অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। আমি ভেবে পাচ্ছি না রাজ্যপালের পাঠানো চিঠি পাবলিক হয় কীভাবে? অধ্যক্ষ চিঠিটি পাওয়ার অন্তত ৩০ মিনিট আগে কীভাবে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়?”
উল্লেখ্য, SC-ST কমিশন বিলে সন্মতি না দেওয়ায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভ দেখান শাসকদলের বিধায়করা। গত ২৯ নভেম্বর SC-ST কমিশনের বিল সই করার জন্য রাজ্যপালের কাছে পাঠায় রাজ্য সরকার। সেই বিলে অনুমতি দেননি রাজ্যপাল। রাজ্যপালের অসহযোগিতার প্রশ্ন তুলে আজ বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
Be the first to comment