সকালে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও শীতের আমেজ। বুধবারও তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সামান্য হলেও এই সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও জাঁকিয়ে শীতের অপেক্ষায় শহরবাসী।
আবহাওয়া অফিস সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ও আরব সাগরে নিম্নচাপের প্রভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। অন্যদিকে পূবালি বাতাস ঢুকছে রাজ্যে। তাই আগামী কয়েকদিনের মধ্যে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে। সকালে সামান্য কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহ শেষে অর্থাৎ শুক্র-শনিবার সিকিম সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Be the first to comment