বুধবার রাজ্যসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন রাজ্যসভায় বিল পেশের বক্তৃতায় অমিত শাহ কী বললেন-
জেনে নিন!
১. ভারতীয় মুসলমানদের ভয় পাওয়ার কারণ নেই।
২. সংখ্যালঘুদের ভয় পাওয়াতে চাইছে কিছু শক্তি। তারা আসলে রাজনীতি করতে চাইছেন।
৩. আমরা ভোটের পর রাজনীতি করছি না। যা কর্মসূচিতে বলেছিলাম, সেটাই করছি।
৪. শরণার্থীদের নিয়ে সবাই রাজনীতি করেছে, কেউ উপযুক্ত পদক্ষেপ নেয়নি।
৫. পড়শি দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেবে সরকার।
৬. যাঁদের নামে মামলা আছে সেই মামলা তুলে নেওয়া হবে।
৭. এই বিলের মাধ্যমে অধিকার পাবেন শরণার্থীরা।
Be the first to comment