নজিরবিহীন ঘটনা বাংলায়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিধানসভা

Spread the love

বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা ছিল ১৩ই ডিসেম্বর। কিন্তু, নজিরবিহীনভাবে তার আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হল অধিবেশন।বিধানসভা বন্ধের জন্য রাজ্যপালকেই কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এসটি-এসসি সহ বেশ কয়েকটি বিলে আলোচনার জন্য রাজ্যপাল অনুমতি না দেওয়াতেই মুলতুবি করে দেওয়া হয়েছে বিধানসভার অধিবেশন।

পাল্টা, রাজ্যপাল জগদীপ ধনকড়ের দাবি, তাঁকে নিয়ে ‘নোংরা রাজনীতি’ করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য সরকারপক্ষের পরিকল্পনার অভাবকেই দায়ী করছে বিরোধী বাম ও কংগ্রেস। উল্লেখ্য, নানা ইস্যুতে রাজ্যপাল-নবান্ন সংঘাত চরমে। তাতেই অন্য মাত্রা যোগ করেছে রাজ্যপালের বিলে সই না করার বিষয়টি। এসটি-এসসি সহ বেশ কয়েকটি বিলের উপর আলোচনার অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে তা পাঠানো হয় বিধানসভার তরফে। অভিযোগ, নির্দিষ্ট সময়ে তাতে সাক্ষর করেননি রাজ্যের সাংবিধানিক প্রধান। ফলে বিধানসভায় আলোচনার জন্য কোনও বিষয় নেই। এই দাবি করে আগেই দু’দিন বিধানসভার অধিবেশন বন্ধ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

তারপরও রাজভবনেই আটকে রয়েছে বিলগুলি। মঙ্গলবার তাই শেষ করে দেওয়া হয় বিধানসভার শাতকালীন অধিবেশন। রাজ্যপালের এই আচরণে ক্ষুব্ধ রাজ্যের শাসক শিবির। সূত্রের খবর, এই বিষয়ে মুখ্যমন্ত্রীও ঘনিষ্টমহলে অসন্তোষ প্রকাশ করেছেন।

পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, ‘বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রাজ্যপালের অনুমতির অপেক্ষায় রয়েছে। রাজভবনে সেগুলি আটকে থাকায় বিধানসভার কার্য-উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হয়েছে সভা সিনে ডাই করে দেওয়ার সিদ্ধান্ত হয়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*