রাজ্যসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ভোটাভুটিতে বিল পাশ হয়ে যায়। পক্ষে ভোট পড়লো ১২৫টি, বিপক্ষে পড়ল ১০৫টি। শিবসেনা ভোটে অংশ না নিয়ে ওয়াক আউট করে। এর আগে বুধবার বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো নিয়ে ভোট হয় রাজ্যসভায়। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষে ৯২টি ও বিপক্ষে ১১৩টি ভোট পড়েছে।
আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বুধবার সন্ধ্যায় বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হবে কি না, তা নিয়ে ভোট হয়। বিলটি সিলেক্ট কমিটিতে না পাঠানোর পক্ষে বেশি ভোট পড়েছে অর্থাৎ ভোটে জয় হয়েছে শাসক দল বিজেপি ও এনডিএ-তে তার সহযোগীদের।
নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯-এ বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ৷ ২০১৪-এর ৩১ ডিসেম্বরের আগে যাঁরা ভারতে এসেছেন তাঁরাই ভারতের নাগরিকত্ব পাবেন ৷ সোমবার বহু বিতর্কের পর লোকসভায় বিলটি পাশ হয় ৷
এদিন রাজ্যসভায় অমিত শাহ জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান- তিনটিই মুসলিম দেশ। ফলে, সেখানে মুসলিমদের সঙ্গে অবিচার হওয়ার সম্ভাবনা কম। ফলে, এই বিলে তাঁদের কথা বলা হয়নি। বদলে ওইসব দেশে যাঁরা সংখ্যালঘু, সেই হিন্দু, ক্রিশ্চান, বৌদ্ধ, শিখ, জৈনদের নাম লেখা হয়েছে। তবে কোনও মুসলিমের সঙ্গে অবিচার হলে, তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
লোকসভায় বিলটি ৯ ডিসেম্বর পাশ হয়। ইতিমধ্যে বিলটি নিয়ে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। অসম ও ত্রিপুরায় অ-জনজাতি লোকজনের উপর হামলা হয়েছে। ওই দুই রাজ্যে আধা-সেনা নামানো হয়েছে। গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু।
Be the first to comment