দিঘায় এবার নতুন আকর্ষণ। শনি ও রবিবারে এমনিতেই পর্যটকদের ভিড় লেগে থাকে। নতুন ঘোষণায় সেই ভিড় আরও বাড়তে পারে। বৃহস্পতিবার বেঙ্গল বিজনেস কনক্লেভের দ্বিতীয় তথা শেষ দিনে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবার দিঘার সৈকতে প্রতি উইকেন্ডে হবে বিশেষ সাংস্কৃতি অনুষ্ঠান। প্রতি শনি ও রবিবার দিঘা জমে উঠবে নানা আয়োজনে।
এদিন কনক্লেভের সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক শনি ও রবিবার এবার থেকে দিঘার সমুদ্রের ধারে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে জানিয়েছেন দিঘার কাছেই নতুন স্পটের নাম হবে ঢেউসাগর।
এদিন মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ও ছোট শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগের কথাও বলেন। তিনি জানিয়েছেন, “এমএসএমই সেক্টরে গত সাত আট বছরে বাংলায় ভাল কাজ হয়েছে। তিন থেকে চার কোটি কর্মসংস্থান হয়েছে। আমরা এবার গ্রামীণ শিল্পকে তুলে ধরার চেষ্টা করব। এতে দুই থেকে তিন লাখ মানুষ উপকৃত হবে। কুড়ি হাজার তাঁতী উপকৃত হবে। তিন বছর ধরে তারা রিলিফ মেটেরিয়াল তৈরী করবে। কর্মতীর্থ থেকেও তারা বিক্রি করতে পারবে। ছোট শিল্পে প্রচুর কর্মসংস্হান হবে।”
Be the first to comment