দিল্লির নির্ভয়া মামলায় দোষী ৪ জনকে নিয়ে শুক্রবার বেলা ১০টা নাগাদ ভিডিও কনফারেন্স হবে৷ জেলে থাকা অবস্থায় ৪ জনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবীরা৷ ৪ জনকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলেও ওঠে অভিযোগ৷ তারই জেরে আজ দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে ৪ জনের ভিডিও কনফারেন্স৷
নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত ৪ জনকে ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্ট৷ দেরি না করে দ্রুত দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে দোষী ৪ জনের ফাঁসির দাবি জানিয়েছেন নির্ভয়ার বাবা-মা ও তাঁর আইনজীবী৷
এদিকে এদিনই দোষী ৪ জনের আইনজীবীরাও পাটিয়ালা হাউস কোর্টে একটি হলফনামা দাখিল করবে৷ হলফনামা দাখিলের পরই নির্ভয়া মামলায় দোষীদের নিয়ে শুরু হবে ভিডিও কনফারেন্স৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে ২৩ বছরের তরুণীর উপর পাশবিক অত্যাচার চলে৷ ধর্ষণের পর ক্রমাগত যৌন নির্যাতনে আশঙ্কাজনক হয়ে পড়েন তরুণী৷ পরে ১০ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকেন ওই প্যারামেডিক্যালের ছাত্রী৷ শেষমেশ হাসপাতালে মৃত্যু হয় তরুণীর৷
নির্ভয়ার উপর পাশবিক এই অত্যাচারের পরপরই শোরগোল পড়ে যায় গোটা দেশে৷ দিল্লির রাজপথে নেমে তুমুল বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ৷ দোষীদের কড়া শাস্তির দাবিতে উত্তাল হয় গোটা রাজধানী৷ একইভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে প্রতিবাদ৷ দিল্লি পুলিশকে কাঠগড়ায় তুলে রাতের রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷
তদন্তে নেমে অভি়ুক্ত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ৷ অভিযুক্তদের মধ্যে একজন ছিল নাবালক৷ জুভেনাইল আদালতে তোলা হয় তাকে৷ অন্য আরও এক অভিযুক্ত তিহাড় জেলে থাকাকালীন আত্মহত্যা করে৷ নির্ভয়ার পরিবার ও অভিযুক্তদের সওয়াল-জবাব শোনার পর শেষমেশ ২০১৭ সালে মামলার চূড়ান্ত রায় দেয় সুপ্রিম কোর্ট৷ নির্ভয়া মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় দেশের শীর্ষ আদালত৷
Be the first to comment