নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তপ্ত অসম। আর সেই কারনেই ভারত সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। যদিও এই বিষয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এখনও কিছু জানানো হয়নি। বিদেশমন্ত্রক সূত্রে প্রথমে জানানো হয়, ভারত-জাপান বৈঠকের প্রস্তুতি গুয়াহাটিতে সঠিক ভাবে চলছে। কিন্তু জাপানের জিজি প্রেস দাবি করেছে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত সফর বাতিলের কথা ভাবনাচিন্তা করছেন। কিন্তু জিজি প্রেস এই সফর বাতিল নিশ্চিত এমন কথা জানায়নি।
উল্লেখ্য, বাংলাদেশের পরে জাপানের ভারত সফর বাতিল করার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের পরিস্থিতি উত্তাল। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসমের গুয়াহাটিতেই বৈঠক হওয়ার কথা ছিল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ১৫ ডিসেম্বর থেকে তিন দিনের ভারত সফরে আসার কথা আছে। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার গত সপ্তাহে জানান, আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরে আসছেন। এমনকী দুই দেশের দুই প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচিও ঘোষণা করে বিদেশমন্ত্রক।
তবে বৈঠকের স্থান নির্দিষ্ট করে কিছু জানাননি মন্ত্রকের আধিকারিকেরা। জাপানের প্রধানমন্ত্রী ভারত সফর বাতিলের সম্ভাবনা নিয়ে রবীশ কুমার বৃহস্পতিবার বলেন, আমাদের কাছে জানানোর মতো এই ধরনের কোনও আপডেট নেই। এদিকে, শিনজো আবের সফরের অনিশ্চিয়তার PIB হিন্দি তার টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের একটি ছবি প্রকাশ করেছে। জাপানের মন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে গোয়েল জানিয়েছেন, ১৬ ডিসেম্বর মোদী-আবে বৈঠকের আগে তাঁদের বৈঠক হবে।
Be the first to comment