১৩ ডিসেম্বর ভারতের গণতন্ত্রের ইতিহাসের কালো দিন ৷ ২০০১ সালে এই দিন সংসদের ভেতর ঢুকে হামলা করে জঙ্গিরা৷ শহিদ হন নিরাপত্তা কর্মীরা ৷ বৃহস্পতিবার সেই হামলার ১৮ বছর পূর্তি ৷ সেই উপলক্ষ্যে সংসদ ভবনের বাইরে শহীদদের বীরত্ব ও সাহসিকতাকে স্যলুট জানিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
১৮ বছর আগে আজকের দিনেই ভারতীয় সংসদে হামলা চালিয়েছিল লস্কর-ই-তইবা ও জইশ-ই-মোহম্মদ এর জঙ্গিরা। সংসদে হওয়া এই হামলায় গোটা দেশ স্তব্ধ হয়ে গেছিল। ১৩ই ডিসেম্বর ২০০১ সালে পাঁচ জন জঙ্গি সংসদ ভবনে হাতিয়ার নিয়ে হামলা করে। এই হামলায় আট জন সুরক্ষা কর্মী আর একজন মালি শহীদ হয়েছিলেন। এছাড়াও পাঁচ জঙ্গিকে খতম করেছিল সেনা।
সংসদে যখন জঙ্গিরা হামলা হয়, সে সময় সংসদে উপস্থিত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী লালকৃষ্ণ আডবানী আর অটলবিহারী বাজপেয়ী-সহ ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও ৷ এই হামলায় মূল দোষী আফজল গুরুকে পরে ফাঁসির সাজা দেওয়া হয়।
Be the first to comment