আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল মৌসমভবন। প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে প্রবল এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস মৌসমভবনের তরফে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে দিল্লিতে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারত জুড়ে চলছে ব্যাপক বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধেয় কয়েক ঘণ্টা ধরে চলে বৃষ্টি। তার সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে থাকে। যার জেরে তাপমাত্রাও কমতে শুরু করেছে। এমনকি বৃষ্টির জেরে বিমান পরিষেবাও ব্যহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে অন্তত ২ ঘণ্টা ধরে চলে বৃষ্টি। সেইসঙ্গে প্রচণ্ড ঠাণ্ডা হাওয়া। আজ শনিবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানিয়েছেন মৌসম ভবনের এক আধিকারিক। এমনকি তাপমাত্রা ১০-এর নীচে নেমে যেতে পারে বলে জানা গিয়েছে। ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের কারণেই তাপমাত্রা এদিন নামবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। দুটিই স্বাভাবিকের থেকে কম। তবে এই বৃষ্টির ফলে দিল্লির দূষণ কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন পরিবেশবিদরা। ক্রমশ ভালো হচ্ছে এয়ার কোয়ালিটি। বৃষ্টি ও হাওয়ার জন্য কয়েকটি বিমান অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিগামী দুটি ট্রেন জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একটি কলকাতা থেকে যাচ্ছিল। তিনটি বিমান উড়তে পারেনি দিল্লি বিমানবন্দর থেকে।
তবে শুধু দিল্লি নয়, অন্যদিকে উত্তরাখণ্ডে জারি হয়েছে রেড অ্যালার্ট। পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতের আশঙ্কায় সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষত রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী ও দেরাদুনে তুষারপাতের আশঙ্কা বেশি। তুষারপাত হয়েছে কাশ্মীরেও। কাশ্মীর ও লাদাখে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ২৭০ কিলোমিটার জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। লে- তে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি ছুঁয়েছে।
Be the first to comment