তাঁর দল জেডিইউ বিজেপির শরিক। নাগরিকত্ব বিলেও সংসদে নরেন্দ্র মোদী সরকারের পক্ষেই ভোট দিয়েছে নীতিশ কুমারের দল। তবু আগাগোড়াই এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন জেডিইউ-এর ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্টের গলাতেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুর। এবার নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যকে জোটবদ্ধ পদক্ষেপ করার ডাক দিলেন প্রশান্ত কিশোর।
শুক্রবার ট্যুইটে তিনি লিখেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এখন বিচারবিভাগ ছাড়া ভারতের আত্মাকে রক্ষা করার দায়িত্ব ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রীর উপর। কারণ সেই রাজ্যগুলিকেও নিজেদের জায়গায় এই আইন কার্যকরী করতে হবে। CAB ও NRC-কে না করে দিয়েছেন তিন মুখ্যমন্ত্রী। নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় এসেছে অন্যান্যদেরও।
বৃহস্পতিবারও ক্যাব নিয়ে সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিকে আক্রমণ শানিয়েছেন তিনি। ট্যুইট করে সতর্ক করেছেন, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল মোদী সরকারের এমন দুই ধারালো অস্ত্র, যার মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করা হবে। এমনকী, ধর্মের ভিত্তিতে মানুষেকে শাস্তি পর্যন্ত দেওয়া হতে পারে।
Be the first to comment