NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে অসম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ৷ এবার বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়লো পশ্চিমবঙ্গেও ৷ রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি শুক্রবার কলকাতার পার্ক সার্কাসেও রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে মানুষ ৷ পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে আগুন জ্বালিয়ে, অবরোধ করে বিক্ষোভ শুরু হয় ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার কারনে এদিন বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল।
উল্লেখ্য, মুর্শিদাবাদের বেলডাঙায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর প্রতিবাদে স্টেশনে আগুন লাগানো হয় ৷ রাস্তা অবরোধ করে ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িতে ৷ উলবেড়িয়া ও ডায়মন্ড হারবারে চলে ট্রেন অবরোধ ৷
Be the first to comment