নাগরিকত্ব (সংশোধনী) আইন-২০১৯ কে তিনি যে সমর্থন করছেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। আর শুক্রবার দিঘায় এসেও সেকথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আইনের প্রতিবাদে কলকাতায় সোমবার থেকে তিনদিনের মিছিলেরও ডাক দিয়েছেন। তবে রাজ্যবাসীকে আইন হাতে না নেওয়ার বার্তা দেন তিনি। আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রেল, রাস্তা অবরোধ নয়। মাথা ঠাণ্ডা রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে হবে।
মুখ্যমন্ত্রী দুপুরে একথা বলেছিলেন। তবে ঘণ্টাখানেকের মধ্যে রাজ্যের ছবিটা বদলে গেল। যেন অসমের ছায়া দেখা গেলো। উলুবেড়িয়া, বেলডাঙা, পার্কসার্কাস, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় পথে নেমেছে মানুষ। কোথাও থানায় হামলা, কোথাও স্টেশনে ভাঙচুর । রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে।
উল্লেখ্য, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলেছি তো একজনও বাদ যাবে না। আমি এটাকে হিন্দু বা মুসলমানের বিষয় হিসেবে দেখতে চাই না কারণ বিজেপি কমিউনাল লাইনে খেললেও আমরা এমন করব না। এটা মাথায় রাখতে হবে। আমি সব ধর্মের, সব জাতির মানুষকে অনুরোধ করব মাথা ঠাণ্ডা করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে। আমি মুসলমান বাদ দিলাম, হিন্দু বাদ দিলাম এর কোনও অর্থ নেই। যখন ঘরে আগুন লাগে সবার লাগে। সামনে যারা থাকে সবাই পুড়ে যায়। বন্যা এলে সবাই ভেসে যায়।
Be the first to comment