নাগরিকত্ব আইন নিয়ে বাড়ছে ক্ষোভের আঁচ, উদ্বেগ প্রকাশ করলো রাষ্ট্রপুঞ্জ

Spread the love

কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বার্তা দিলো রাষ্ট্রসংঘ। এই বিল নিয়ে বহু মানুষের আশঙ্কার কথা জানিয়েই রাষ্ট্রসংঘের দাবি, ভারতের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কূটনৈতিক ক্ষেত্রে যা ভারতের ওপর চাপ বাড়ানোর সামিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নাগরিকত্ব আইন নিয়ে ক্ষোভের আঁচ বেড়েই চলেছে। এই আইনের বিরোধিতায় দেশের উত্তর পূর্বে অগ্নিগর্ভ পরিস্থিতি। এরাজ্যেও সেই অশান্তিরও আঁচ। নতুন আইনের প্রতিবাদে উত্তাল বিভিন্ন জেলা। পুলিশের গাড়িতে আগুন, স্টেশনে ভাঙচুর এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটল। এই আইনের বিরোধীতায় সরব হয়েছে বিভিন্ন মহল ৷ আর এই ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করলো রাষ্ট্রপুঞ্জ ৷ তাদের মানবাধিকার সংক্রান্ত দফতর একটি বিবৃতি জানিয়ে এই আইনকে বৈষম্যমূলক বলে জানিয়েছে ৷

রাষ্ট্রপুঞ্জের এই আধিকারিক জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন চরিত্রগতভাবে বৈষম্যমূলক। এই আইন নিয়ে তারা চিন্তিত ৷ এর আগে মার্কিন বিদেশ দফতরের তরফে মোদি সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যাতে ভারতের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*