নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শনিবার সকাল থেকেই হাওড়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেছে মানুষ ৷ ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের পর এবার জাতীয় সড়ক ও কলকাতার সংযোগস্থল কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয় ৷
কোনা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ ৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ ঘটনাস্থলে আসে হাওড়া সিটি পুলিশ ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস ৷ তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছে পুলিশ ৷
শুক্রবারও ৬ নম্বরের জাতীয় সড়কের বাগনান, উলুবেড়িয়া, জগদীশপুর, ধূলাশিমলা সহ বেশ কিছু জায়গাতেও অবরোধ চলে ৷ জ্বালানো হয় টায়ার ৷
Be the first to comment