নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে নতুন করে উত্তেজনা ছড়াল জঙ্গিপুর মহকুমায় ৷ প্রতিবাদীরা জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন রেল স্টেশনে বিক্ষোভ দেখান ৷ নিমতিতা, বাসুদেবপুর স্টেশনে চলে ভাঙচুর ৷ অন্যদিকে, সাজুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ অবরোধ বিক্ষোভের জেরে স্তব্ধ সড়ক ও রেল পরিষেবা ৷ বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ জঙ্গিপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে ইন্টারসিটি এক্সপ্রেস ৷ ফারাক্কা ও মালদায় একাধিক ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয় ৷ বেলডাঙা স্টেশনে শুক্রবারের বিক্ষোভ আন্দোলনের জেরে আজও স্বাভাবিক হয়নি লালগোলা-কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল ৷
উত্তপ্ত মুর্শিদাবাদকে শান্ত করতে তৎপর প্রশাসন ৷ কিন্তু, এখনই কড়া হাতে মোকাবিলার পথে যাচ্ছে না জেলা পুলিশ ৷ তাদের বক্তব্য, এই পরিস্থিতিতে পুলিশ কড়া পদক্ষেপ নিলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে ৷ অন্যদিকে, আতঙ্কিত মানুষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷ তাঁদের অভিযোগ, পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট ঢিলেমি দিচ্ছে পুলিশ ৷
Be the first to comment