নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতায় উত্তপ্ত আমডাঙা

Spread the love

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর বিরোধিতায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। কামদেবপুরে জাতীয় সড়কের উপর টায়ার পোড়ায় বিক্ষোভকারীরা। শুক্রবার বিকেল সাড়ে তিনটে থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। রাত ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় সড়ক ধরে সাধনপুর, সোনাডাঙা, উলুডাঙা, আওয়ালসিদ্ধি-সহ মোট ছয় জায়গায় আগুন জ্বালানো হয়। জাতীয় সড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। RAF মোতায়েন করা হয়।

ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও DSP (সদর) রোহেদ শেখ রয়েছেন। অবরোধের জেরে জাতীয় সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার ধরে তৈরি হয়েছে যানজট। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র প্রতিবাদে বিক্ষোভ চলে। উলুবেড়িয়ায় ট্রেনে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। ফলে ট্রেনচালক আহত হন। জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। পাশাপাশি বেলডাঙা স্টেশনেও বিক্ষোভ চলে । আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে । বীরভূমেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে স্লোগান দেয়।

বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বললেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী হবে না। তারপরেও যারা বিক্ষোভ করছে তাদের আমরা সমর্থন করি না। সাহস থাকলে তারা অমিত শাহ বাড়ির সামনে বা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*