নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯- এর প্রতিবাদের নামে রাজ্যজুড়ে শুক্রবার থেকে যে তাণ্ডব চলছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আইনের বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শনিবার ক্ষোভ প্রকাশ করলেন তিনি। আজ টুইট করে রাজ্যে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য মনে করিয়ে দেন রাজ্যপাল।
টুইটে রাজ্যপাল লিখেছেন, রাজ্যে যা ঘটছে তাতে আমি অত্যন্ত মর্মাহত। সংবিধান রক্ষার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে সংবিধানের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে হয়। আমি রাজ্যপাল হিসাবে সংবিধান ও আইন রক্ষায় যথাসম্ভব করব।