কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হলেও বন্দি ও গৃহবন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির মেয়াদ বাড়িয়েই চলেছে স্থানীয় প্রশাসন। শনিবার বর্ষীয়ান ফারুক আবদুল্লাকে আরও তিন মাসের জন্য বন্দি রাখার সিদ্ধান্ত জানিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। গত অগস্ট থেকে গৃহবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে সাংসদ ফারুক আবদুল্লা।
আর গৃহবন্দি ফারুক আবদুল্লাকে আটকে রাখার মেয়াদ বাড়ানোর খবরে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে ক্ষোভপ্রকাশ করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ফারুক আবদুল্লাকে জন নিরাপত্তা আইনে আরও তিনমাস আটকে রাখা হবে। এটা খুবই খারাপ পরিস্থিতি। আমাদের গণতান্ত্রিক দেশেও এমন ঘটছে। এগুলো অসাংবিধানিক।
Be the first to comment