নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ও NRC-এর প্রতিবাদে উত্তেজনা ছড়ালো মালদাতে। হরিশ্চন্দ্রপুরে রেললাইনে আগুন জ্বালিয়ে দেখানো হলো বিক্ষোভ। ট্রেনেও চালানো হয় ভাঙচুর। যার ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। শনিবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুরের রেললাইনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর চালানো হয় ট্রেনে। আটকে পড়ে কাটিহার-মালদা প্যাসেঞ্জার ট্রেন। শুধু তাই নয়, বিক্ষোভকারীরা ক্রমশ হরিশ্চন্দ্রপুর থানার সামনে জমায়েত করতে শুরু করেছে বলে খবর। বর্তমানে RPF-এর সঙ্গে জেলা পুলিশও মোতায়েন রয়েছে ঘটনাস্থলে।
প্রসঙ্গত, শনিবার থেকেই CAB ও NRC-কে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। আজও জায়গায় জায়গায় অব্যাহত অশান্তি। বেশ কিছু জায়গায় রেল লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন।
Be the first to comment