নরেন্দ্র মোদীর সভায় যাওয়ায় স্ত্রীকে তালাক দিল স্বামী

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ায় স্ত্রীকে তালাক দিল স্বামী৷ রবিবার স্বামী দানিশের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন স্ত্রী ফায়রা৷ যদিও স্ত্রীর আনা সব অভিযোগ অস্বীকার করেন দানিশ৷ বলেন, পর পুরুষের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কের কারণে স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি৷

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার এক নিঃশ্বাসে তিন তালাক বন্ধ করতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়৷ আইনি লড়াইয়ের পর আদালতের রায় কেন্দ্রের পক্ষেই যায়৷ এক ঐতিহাসিক রায়ে তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট৷ নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে উত্তরপ্রদেশের এক জনসভায় মোদীর ভাষণ শুনতে যান ফায়রা৷ মোদীর ভাষণ শুনতে যাওয়ার মাশুল দিতে হয় তাকে৷ অভিযোগ, এরপরই তার স্বামী তাকে ডিভোর্স দেন৷

অন্যদিকে, ফায়রার স্বামির অভিযোগ ফায়রার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে। তাই জন্যই তাঁকে ডিভোর্স দেওয়া হচ্ছে। এরসঙ্গে মোদীজির সমাবেশের কোনও সম্পর্ক নেই।

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*